কলকাতা ব্যুরো: নাম বদলে গেল মাঝেরহাট ব্রিজের। দু’বছর আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়া মাজেরহাট ব্রিজ নতুন করে তৈরির পর উদ্বোধনের দিনই তা হয়ে যাচ্ছে জয় হিন্দ সেতু। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নেতাজী সুভাষ চন্দ্রের ১২৫ তম জন্মদিনের আগাম শ্রদ্ধা জানাতে তার জয় হিন্দ বাণী আমরা আরো বেশি করে মনে রাখতে চাই। তাই এবার মাঝেরহাট সেতুর নাম হবে জয় হিন্দ সেতু।
বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী ওই সেতুর উদ্বোধন করবেন। দু’বছর আগে সেতুটি ভেঙে পড়ার পরে তা মেরামত নিয়ে রেল ও রাজ্যের মধ্যে তাল ঠোকাঠুকি হয়। যদিও শেষ পর্যন্ত এতদিনে দুপক্ষই কাজ শেষ করে সেতুটি উদ্বোধনের ব্যবস্থা করল।
এই সেতুটি ভেঙ্গে পড়ার পর থেকে দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ শহরতলীর বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ চরমে উঠেছিল। তাদের কলকাতায় যাতায়াত একরকম বন্ধ হওয়ার মুখে পড়েছিল। বিকল্প রাস্তা দিয়ে অনেক ঘুরপথে তাদের কলকাতায় যাতায়াত করতে হচ্ছিল। তার উপরে ছিল দীর্ঘ যানজটের সমস্যা। ফলে এবার মাঝেরহাট সেতু বা জয় হিন্দ সেতু নতুন করে সেজে ওঠায় পর উদ্বোধন হলে নাগরিকদের সেই দুর্বিষহ সমস্যা দূর হবে।