এক নজরে

মাঝেরহাটে লাঠিপেটা খেলো বিজেপি

By admin

November 26, 2020

কলকাতা ব্যুরো: বাম এবং কংগ্রেস শ্রমিক সংগঠন গুলির বনধের মধ্যেই মাঝের হাটে ধুন্ধুমার বিজেপির। মাজেরহাট ব্রিজ চালু করার দাবিতে এদিন দুপুরে হঠাৎই কয়েকশো বিজেপি সমর্থক বিক্ষোভ শুরু করেন তারাতলা মোড়ে। সেখানে পুলিশ ভালোভাবে জড়ো হওয়ার আগেই বিজেপি সমর্থকরা হাঙ্গামা বাঁধান। এরপর পুলিশ এসে তাদের সেখান থেকে সরানোর চেষ্টা করতেই বেধে যায় গোলমাল। পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের।

এরইমধ্যে সেখান দিয়ে পার হওয়া একটি বাসে ইট পড়তেই পুলিশ লাঠি চালায়। পুলিশের বেধড়ক লাঠিতে বেশ কয়েকজন গুরুতর জখম হন। বেশ কয়েকজনের পিঠে, মাথায় চোট গুরুতর হয়। বেশ কিছুক্ষণ গোটা এলাকায় রণক্ষেত্রে চেহারা নেয়। বিক্ষোভকারীদের দাবি, কাজ শেষ হওয়ার পরেও এত দেরি হলেও মাঝেরহাট ব্রিজ চালু করা হচ্ছে না। ব্রিজ চালুর দাবিতে এই বিক্ষোভ করে বিজেপি।

মাঝেরহাট ব্রিজ চালু না হওয়ায় রেলকে দুষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিক্ষোভের নামে বিজেপির ক্যামেরায় ছবি তোলার আগ্রহ বেশি ছিল বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।