এক নজরে

#UnparliamentaryWords : ‘অসংসদীয় শব্দ’-এর ‘পরিবর্ত তালিকা’ প্রকাশ মহুয়া মৈত্রের

By admin

July 15, 2022

কলকাতা ব্যুরো: সংসদের সচিবালয়ের তরফে ‘অসংসদীয় শব্দ’ (Unparliamentary Words)-এর যে তালিকা প্রকাশ করা হয়েছে, তা নিয়ে বিতর্ক অব্যাহত। শুক্রবারও এই নিয়ে একের পর এক টুইটে প্রতিবাদ জারি রাখলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নিজের টুইটার হ্যান্ডেলে ‘অসংসদীয় শব্দ’ (Unparliamentary Words) তালিকার একটি ‘পরিবর্ত তালিকা’ প্রকাশ করেছেন তিনি। তার মধ্যে একটিতে লেখেন, অসংসদীয় শব্দের (Unparliamentary Words) আজকের প্রতিস্থাপন: নিষিদ্ধ শব্দ- চোখে ধুলো, প্রতিস্থাপিত শব্দ: অমৃতকাল!

অন্য একটি টুইটে বেশ কিছু শব্দের একটি তালিকা তৈরি করেছেন মহুয়া। শিরোনামে লিখেছেন, এখানে কিছু শব্দ তুলে ধরা হলো। যা এরপরও সংসদে উচ্চারণ করা হবে। আপনার নিকটবর্তী সাংসদকে এগুলি পাঠিয়ে দিন! এরপর এই তালিকায় যে শব্দগুলি তিনি তুলে ধরেছেন, সেগুলির চয়ন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। বিজেপি-র নেতা, মন্ত্রীরা বিভিন্ন সময় এমন কিছু শব্দ ব্যবহার করেছেন, যা নিয়ে সারা দেশে বিতর্ক ছড়িয়েছে। মহুয়া মূলত সেই শব্দগুলিই তাঁর পরিবর্ত তালিকাভুক্ত করেছেন। যার মধ্যে অন্যতম হল, ‘বুলডোজার’ এবং ‘গোলি মারো’।

সম্প্রতি, বেআইনি নির্মাণের অভিযোগে উত্তরপ্রদেশের একাধিক ইমরাত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। পরে বিজেপি শাসিত মধ্যপ্রদেশও সেই পথেই হেঁটেছে। ‘বুলডোজার’ শব্দটি সেই ঘটনাগুলিকেই নির্দিষ্ট করছে বলে মত রাজনৈতিক মহলের। অন্যদিকে, ‘গোলি মারো’ শব্দ দু’টি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের মুখে অতীতে শোনা গিয়েছিল। পরবর্তীতে যা অন্যান্য বিজেপি নেতা, কর্মী ও মন্ত্রীর গলাতেও শোনা যায়।

এদিকে, ‘অসংসদীয় শব্দ’(Unparliamentary Words)-এর তালিকা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হতেই এই বিষয়ে মুখ খুলেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি জানিয়েছেন, ‘অসংসদীয় শব্দ’ (Unparliamentary Words) নিয়ে জনমানসে যে বার্তা দেওয়া হচ্ছে, তা সঠিক নয়। তিনি জানিয়েছেন, নতুন করে কোনও শব্দকেই নিষিদ্ধ করা হয়নি। অধ্যক্ষ জানিয়েছেন, সাংসদরা স্বাধীনভাবেই সংসদে তাঁদের মতপ্রকাশ করতে পারবেন কিন্তু, তাঁদেরও সংসদের সমস্ত আচার মেনে চলতে হবে।