কলকাতা ব্যুরো: মহারাষ্ট্রের বাড়ি ভাঙার ঘটনা মৃতের সংখ্যা ১৭ জন। ২৩ জনকে জীবিত অবস্থায় ভাঙ্গা ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মঙ্গলবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপের মধ্যে অভিযান চালিয়ে আরো চারজনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ভোর রাত তিনটে ৪০ নাগাদ ভেঙে পড়ে জিলানী নামে ওই বাড়িটি. আবাসনটিতে চল্লিশটি ফ্ল্যাটে প্রায় ১৫০ মানুষের বসবাস ছিল।
মুম্বাই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে থানের ভিওয়ান্ডি নিজামপুর পুরসভা এলাকায় ১০২ দুইটি বাড়ি বিপদজনক অবস্থায় রয়েছে। সেগুলি থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে এই বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনায় সরকারের থেকে মৃতের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে।