কলকাতা ব্যুরো: উৎসবের মরশুমে দুঃসংবাদ! মহারাষ্ট্রের আহমেদনগর জেলা হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে হাসপাতালের ICU ওয়ার্ডে। যার জেরে পুড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জন রোগীর। তাঁরা প্রত্যেকেই করোনায় আক্রান্ত ছিলেন বলে খবর। বিষয়টি জানিয়েছেন আহমেদনগরের ডিসট্রিক্ট কালেকটর রাজেন্দ্র ভোঁসলে।

জানা গিয়েছে, আহমেদনগরের এই জেলা হাসপাতালের সংশ্লিষ্ট ICU ওয়ার্ডে মোট ১৭ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের শরীর আগুনে গুরুতরভাবে ঝলসে যায়। তাঁদের আর বাঁচানো সম্ভব হয়নি। আরও এক চিকিৎসাধীন কোভিড আক্রান্ত গুরুতর জখম হয়েছে বলে খবর। শনিবার আগুন দ্রুত ছড়িয়ে পড়তেই ICU ওয়ার্ডটি থেকে বাকি রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

রাজেন্দ্র ভোঁসলে জানিয়েছেন ওই হাসপাতালটির ফায়ার অডিট হয়েছিল। যদিও স্থানীয়দের দাবি, হাসপাতালে সঠিক কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই হাসপাতালের ওই ওয়ার্ডে আগুন লাগে।

Share.
Leave A Reply

Exit mobile version