কলকাতা ব্যুরো: গঙ্গা এবং নদীর ঘাট গুলিতে মহালয়ার সকালে তর্পণ যদি হয় পুজোর ট্রেলার, তবে চিন্তার কারণ আছে বৈকি! করোনা আবহে এমন একটা সময়ে চলছে সেই তর্পণ যখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫০ লাখ।

গত বছরের তুলনায় গঙ্গার ঘাটগুলিতে এবার ভিড় খানিকটা কম হলেও তা নেহাত কম বলা চলে না। ঘাটের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। চলছে সচেতনতা প্রচার ও। মাস্ক না পড়ে কাউকে ঘাটে ঢুকতে না দেওয়া হলেও, ভেতরের চিত্রটা কিন্তু আলাদা। সেখানে সামাজিক দূরত্ব বিধি না মেনে গা ঘেষাঘেঁষি করেই চলছে তর্পণ-র পালা। বেশ কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয় আহিরি টলার ঘাটেও। যদিও জেলার নদীগুলির ঘাটে সুরক্ষা বিধি মেনেই চলছে তর্পণ।

মহালয়া উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য বিধি মেনেই তা পালনের আবেদনও জানান তিনি।

পুজোর সময় টানা অন্তত এক সপ্তাহ এর চেয়ে অনেকগুণ বেশি ভিড় হবে কলকাতা এবং জেলায়। বলাই বাহুল্য, এবারের দুর্গাপুজোও হবে করোনা আবহে। সেই ভিড় নিয়ন্ত্রণই এবার প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

Share.
Leave A Reply

Exit mobile version