এক নজরে

শাস্ত্র বিধি মেনে দিকে দিকে চলছে মহা নবমী পুজো

By admin

October 25, 2020

কলকাতা ব্যুরো: শাস্ত্র বিধি মেনে কলকাতা থেকে জেলায় জেলায় দিকে দিকে চলছে মহা নবমী পুজো। বনেদী বাড়ি থেকে সার্বজনীন পুজোগুলিতে সাড়ম্বরে ও ভক্তি ভরে চলছে পুজো। শোভা বাজার রাজবাড়ি থেকে কাশিম বাজার রাজবাড়ি, বেলুড় মঠ থেকে ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির কিংবা বর্ধমানের সর্ব মঙ্গলা মায়ের মন্দিরে চলছে নবমী পুজো। মহানবমী পুজো, আরতি, পুষ্পাঞ্জলি, বলি, হোম, যজ্ঞ, নিজস্ব রীতি রেওয়াজ মেনেই চলছে পুজো। নবমীতে শোভা বাজার রাজবাড়িতে এক সময় পাঠা বলি হলেও এখন তা বন্ধ ২৬৪ বছরের পুরনো এই পুজোয়। পরিবর্তে সেখানে মাগুর মাছ বলি দেওয়া হয়। কনক দুর্গা মন্দিরে মহিষ বলির চল রয়েছে। স্বামী বিবেকানন্দ পশু বলির বিরোধী হওয়ায় বেলুড় মঠে পশু বলি হয় না। সর্বত্রই ভক্তিভরে চলছে পুষ্পাঞ্জলি।