কলকাতা ব্যুরো : ঘটনা ভারতবর্ষের মাদুরাই-এর। দিনদুপুরে জনবহুল রাস্তায় হাজার লোকের সামনে এক ব্যাক্তির মুন্ডু কেটে ছুড়ে ফেলে দিল দুষ্কৃতীরা। রাস্তার লোকজন দাড়িয়ে দেখলেন এবং ঘটনা ক্যামেরাবন্দী করলেন। প্রতিবাদ? না কেউ করেন নি।
সোমবার এমনি শিউরে ওঠা ঘটনার সাক্ষী রইলো তামিলনাড়ুর মাদুরাই। পুলিশ সূত্রে জানা গেছে এই দিন সকালে মাদুরাই এর কিঝা ভাসালে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মুরুগানান্দাম নামে এক ব্যক্তি। একদল সশস্ত্র দুষ্কৃতী গাড়ি নিয়ে এসে তার পথ আটকে দাড়ায়। তারপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। তারপর তারা মুরুগানান্দমের মাথা কেটে নেয়। কাটা মুন্ডু ছুড়ে ফেলে একটি গির্জার সামনে।
এই ঘটনার সময় আশপাশের লোক সব দেখে। অনেকে আবার পুরো ঘটনা ক্যামেরাবন্দী করে। পরে তারাই পুলিশের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানায়। ততক্ষনে সেখান থেকে পালিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। যে গাড়িতে করে দুষ্কৃতীরা এসেছিল তা আটক করেছে পুলিশ। দুষ্কৃতীদের তল্লাশি চালানো হচ্ছে।