এক নজরে

স্টিং ভিডিও করতে মদন মিত্রের ডেরায় প্রেসিডেন্সির ছাত্র সহ গ্রেপ্তার ৩

By admin

September 05, 2020

কলকাতা ব্যুরো: (ছবি- সামাজিক মাধ্যম) ন্যাড়া কতবার বেলতলায় যায়? সেটা না জেনেই তিনজন মিলে চলে গিয়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্রের বাড়ি। মদন মিত্রেকে দিয়ে কিছু বিতর্কিত কথা বলিয়ে গোপন ক্যামেরায় শুট করে ফের তাকে বিতর্কে জড়িয়ে দেওয়ার চেষ্টা। কারণ হাজার বিতর্কেও বরাবরই খোলামেলা কথা বলা, সবার সঙ্গে কথা বলার ব্যাপারে সুনাম আছে মদন মিত্রের।

কিন্তু ওই যে বললাম, অভিজ্ঞতা বলেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়। তাই আর সেই তিনজনের শেষ রক্ষা হলো না। মদন মিত্র কে নিয়ে স্টিং অপারেশন করতে গিয়ে ধরা পড়ে গেলেন নেতার কাছেই। তারপরেই খবর গেল পুলিশে। পুলিশ গ্রেপ্তার করেছে বেলঘড়িয়া এলাকার বাসিন্দা ওই তিনজনকে। তাদের মধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র রয়েছেন বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে অভিযুক্তরা কোন একটি চ্যানেলের কর্মী বলে ধারণা করা হয়েছিল। কিন্তু প্রাথমিক জেরায় এখনো পর্যন্ত পুলিশ তেমন কিছু বের করতে পারেনি। যদিও মদন মিত্র অনুগামীরা দাবি করেছেন, দাদাকে বিপদে ফেলতে বিজেপি তার আইটি সেলের লোকেদের পাঠিয়েছিল স্টিং অপারেশন করাতে।