কলকাতা ব্যুরো: আইকোর চিট ফান্ড মামলায় সিবিআই গোয়েন্দাদের সামনে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দেন তিনি। তবে মদন মিত্রের সঙ্গে কথা বলা সম্ভব হলেও তাতে সিবিআই গোয়েন্দাদের খুব একটা লাভ হয়নি। এদিন মদন মিত্রের ব্যাংকের নথিপত্র দেখতে চেয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা কিন্তু, সেইসব নথি সঙ্গে নিয়ে যাননি মদন। ফলে আবারও তাঁকে সিবিআইের কার্যালয়ে আসতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই আইকোর চিট ফান্ড মামলায় রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানস ভুঁইয়াকে তলব করা হয়। তাঁদের দু’জনকেই জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তারপরই মদন মিত্র ও তাঁর ছেলে স্বরূপ মিত্রকে নোটিস পাঠানো হয়। তাতে বলা হয়, সোমবারই গোয়েন্দাদের মুখোমুখি হতে হবে মদন মিত্রকে। সেই মোতাবেকই এদিন সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান মদন। তাঁর ছেলে স্বরূপকে মঙ্গলবার জেরা করবেন সিবিআই গোয়েন্দারা।

প্রসঙ্গত, চিটফান্ড মামলায় রাজ্যের শাসকদলের একাধিক নেতা ও মন্ত্রীর নাম জড়িয়েছে। ইতিমধ্যেই সারদা, রোজভ্যালি কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এর মধ্যেই সামনে এসেছে আইকোর কেলেঙ্কারি। এবার তা নিয়েও হেভিওয়েটদের জেরা করার প্রক্রিয়া শুরু করে দিল সিবিআই। ওয়াকিবহাল মহলের অনুমান, আগামী দিনে তদন্তের স্বার্থে আরও অনেক প্রভাবশালীকেই তলব করা হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version