এক নজরে

Luizinho Faleiro: রাজ্যসভা ভোটে মনোনয়ন জমা দিলেন লুইজিনহো ফালেইরো

By admin

November 15, 2021

কলকাতা ব্যুরো: অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে সোমবার মনোনয়ন জমা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। সম্প্রতি তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তারপরেই রাজ্যসভা যাওয়ার সুযোগ পেলেন ফালেইরো। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মনোনয়ন জমা দেন তিনি। ওই আসনে উপনির্বাচন আগামী ২৯ নভেম্বর ৷ যেহেতু ওই আসনে তৃণমূলের সাংসদ ছিল, তাই ফেলেইরোর জয় একপ্রকার নিশ্চিত। বিরোধী বিজেপি যদি প্রার্থী না দেয়, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন ফালেইরো ৷

অর্পিতা ঘোষ পদত্যাগ করার পরই এই আসনে প্রার্থী কাকে করা হবে, তা নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছিল। কারও কারও ধারণা ছিল, এই আসন থেকে বাবুল সুপ্রিয় বা অন্য কাউকে প্রার্থী করা হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত লুইজিনহো ফালেইরোকেই প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

গত দু’বার রাজ্যসভা আসনে বিরোধী দল প্রার্থী দেয়নি। দুবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চকক্ষের সদস্য হতে পেরেছেন জওহর সরকার ও সুস্মিতা দেব। তাই এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ফালেইরোর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে টুইটে দলের গোয়া শাখা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি।