এক নজরে

সংক্ষেপে লখনৌয়ের সিবিআই বিশেষ আদালতের বিচারক এসকে যাদবের রায়

By admin

September 30, 2020

কলকাতা ব্যুরো:

১. মসজিদ ধ্বংসের ঘটনা পূর্ব পরিকল্পিত নয়।

২. ষড়যন্ত্র নয়, আচমকাই ঘটেছিল এই ঘটনা।

৩. সুপ্রিম কোর্টের অনুমতিতেই করসেবা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল অযোধ্যায়।

৪. বেলা বারোটা পর্যন্ত কর্মসূচি শান্তিপূর্ণ ছিল।

৫. উন্মত্ত জনতা হঠাৎ বিশৃঙ্খলার সৃষ্টি করে।

৬. করসেবকদের নিয়ন্ত্রণ ও সংযত করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত নেতা-নেত্রীরা।

৭. ছবি আদালতের গ্রহণযোগ্য প্রমাণ নয়।

৮. জমা দেওয়া ভিডিওর অধিকাংশই ট্যাম্পার করা হয়েছে।

৯. সাক্ষীদের বয়ানে অভিযুক্তরা মসজিদ ধ্বংসের চক্রান্ত করেছিলেন এমন প্রমাণ নেই।

১০. অভিযুক্তদের দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ পেশ করতে পারেনি সিবিআই।