এক নজরে

দিনমজুর থেকে কোটিপতি ভাতারের হরি : প্রযত্নে লটারি

By admin

November 04, 2020

কলকাতা ব্যুরো : একেবারে সিনেমার গল্প। দিন আনি দিন খাই মজুর ভাতারের হরি। হরি মাঝি। পেশায় দিনমজুর। সকালবেলা ছেলের কাছে ৩০ টাকা নিয়ে লটারি টিকিট কেটেছিলেন। ফল বেরোলো বিকেলে। এক কোটি টাকা জিতে নিলেন হরি।

ভাতারের বামোসার গ্রাম এখানে ঢোল দিঘির পারে হরির বাড়ি। মাটির দেওয়াল। খড়ের ছাউনি। বর্ষাকালে ঘরে জল থৈ থৈ। বিধবা মা, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে হরির সংসার। পেশায় হরি মজুর। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। হরির বছর আঠেরোর ছেলে সুজন পড়াশোনা ছেড়ে দিয়েছেন অনেকদিনই। বাবার সঙ্গে কাজ করেন। কিন্তু হরির জীবনে দারিদ্রতা আর ঘোচে না।

কে জানতো রূপকথার গল্পের মতো পাল্টে যাবে তার জীবন ? প্রতিদিনের মতো সোমবার সকালে ভাতার বাজারে গিয়েছিলেন হরি ছেলের কাছে ৩০ টাকা নিয়েছিলেন। শখ করে ৩০ টাকা খরচা করে কেটে বসলেন লটারি। যদি ভাগ্য ফেরে ! আর হলো ও তাই। সকালে যে মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে মুটেগিরি করছিলেন বিকেলে দেখা গেল এক কোটি টাকা জিতেছেন তিনি। গ্রামের এই কোটিপতি হরিকে দেখতে এখন ভিড় জমিয়েছে বহু মানুষ।

হরির স্ত্রী পুতুল কথায় কথায় জানালেন ছেলের কাছে ৩০ টাকা নিয়ে সোমবার উনি বাজারে গিয়েছিলেন। তা দিয়ে লটারি টিকিট কাটেন। বিকেলে জানতে পারি লটারিতে এক কোটি টাকা পড়েছে। কোটি টাকার আনন্দ ঠিকরে বেরোচ্ছে পুতুলের চোখেমুখে। মাকে জানিয়ে দিয়েছেন এবার পাকা বাড়ি করবেন। পাড়ার হরি এখন কোটিপতি। তার নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।