বিদায় ২০২১। জার্নি শুরু হল ২০২২-এর। মারণ ভাইরাস করোনা গতদু’বছর ধরে বদলে দিয়েছে দুনিয়া। জানা নেই নতুন বছরে কী অপেক্ষা করছে। তবে গত এক বছর করোনা কালেও ঘটেছে এমন অনেক কিছু যা খুবই তাৎপর্যময়। চোখ বুলিয়ে নেওয়া যাক সেই সব ঘটনাবলীতে।
২০২১ সালের শুরুতে করোনা টিকার আবিষ্কার হয়৷ করোনার সঙ্গে লড়াই করতে দুটি প্রতিষেধক ‘কোভিশিল্ড’ এবং ‘কোভ্যাক্সিন’-কে ছাড়পত্র দেয় ভারত সরকার৷
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ডেমোক্র্যাট জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হন। পাশাপাশি আমেরিকার ৪৯তম ভাইস প্রেসিডেন্ট হিসাবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস শপথ নেন। আমেরিকার ইতিহাসে তিনিই প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট।
গত বছর ভারতীয় রাজনীতিতে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা বাংলা বিধানসভা ভোট এবং অবশ্যই কৃষি আইন প্রত্যাহার। মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার জিতে মুখ্যমন্ত্রী হন। তবে নন্দীগ্রামে তিনি শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান৷
এইএকুশেইস্বাধীনতা পরবর্তী পর্বে দেশের সবচেয়ে বড় কৃষক আন্দোলন সফলতা লাভ করে। কৃষকদের অনড় লড়াইয়ে পিছু হটে কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হন প্রধানমন্ত্রী। তার আগে ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিস মিশ্রর গাড়ির তলায় চাপা পড়ে বিক্ষোভকারী চার কৃষকের মৃত্যু হয়।
একুশেই ইয়াসেলণ্ডভণ্ড হয় দুই ২৪ পরগনা ও তার পার্শ্ববর্তী কয়েকটি জেলা। বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকে। তলিয়ে যায় প্রচুর বাড়ি, ঘরছাড়া হন প্রচুর মানুষ। বন্যা পরিস্থিতি হয় রাজ্যে।
কেন্দ্রে ক্ষমতায় বহাল থাকলেও বিভিন্ন রাজ্যে সঙ্কটে বিজেপি। বাংলা ছাড়াও কেরলেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সেখানেও দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় বসেছেন পিনারাই বিজয়ন৷ তামিলনাড়ুতেঅন্যছবি। ডিএমকে দলের এম কে স্টালিন গদিচ্যুত হয়েছেন। অসাম এবং পদুচেরিতে জিতেছে বিজেপি।
পাঞ্জাবে মুখ্যমন্ত্রী বদল এই একুশের রাজনৈতিক ঘটনাবলির অন্যতম। আগামী বছরেই পঞ্জাব বিধানসভা নির্বাচন। তার আগেই পঞ্জাব কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব পান নভজ্যোত সিং সিধু। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে সরিয়ে দলিত নেতা চরঞ্জিত সিং চান্নিকে সেই পদে বসায় কংগ্রেস শিবির।
তবে ২০২১ সালে দেশের রাজনীতির অন্দরমহল নাড়িয়ে দেওয়া ঘটনা হল পেগাসাস ইস্যু। এই পেগাসাস-এর মধ্যে দিয়ে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
প্রত্যেক বছরই কিছু ঘটনা মন ভার করে, কিছু আবার মুখে হাসি ফোটায়। ২০২১ও তার ব্যাতিক্রম নয়। যেমন’মুম্বই মাদককাণ্ড’ এবং সেই ঘটনায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের গ্রেফতারি। পর্নোগ্রাফি কেলেঙ্কারি কাণ্ডে নাম জড়ালে গ্রেফতার হয় শিল্পপতি রাজ কুন্দ্রা। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকেও।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সম্প্রতিশিরোনামে বেশি থেকেছেন বিতর্কিত মন্তব্য, পোস্ট ইত্যাদির কারণে। কখনও নাথুরাম গডসের সমর্থনে, কখনও আন্দোলনকারী কৃষকদের কটাক্ষ করে।
এই বছরের হেভিওয়েট বিয়ের তালিকায় রয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ও আরও এক জুটি রাজকুমার রাও ও পত্রলেখা। অন্যদিকে দ্বিতীয় সন্তান জাহাঙ্গিরের জন্ম দিয়েছেন ‘বেবো’ করিনা কপূর, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কোল আলো করে এসেছে একরত্তি ভামিকা, মা হয়েছেন দিয়া মির্জা, দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন নেহা ধূপিয়া ও অঙ্গদ বেদি। অভিনেত্রী প্রীতি জিন্টা এবছর সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের জন্ম দিয়েছেন।
দক্ষিণী সিনেমা তো বটেই গোটা ভারতে সিনেমায় তাঁর অবদানের জন্য ‘দাদাসাহেব ফালকে’ সম্মানে ভূষিত করা হয়েছে রজনীকান্তকে। একুশ বছর পর ভারতে ‘মিস ইউনিভার্স’-এর মুকুট ফিরল হরনাজ কৌর সান্ধুর হাত ধরে। রোহিত শেট্টি পরিচালিত ও অক্ষয় কুমার অভিনীত ছবি ‘সূর্যবংশী’মুক্তি পায় ৬৬ দেশের ১৩০০ পর্দায়।
২০২১ এ টোকিও অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দেন নীরজ চোপড়া।কেন্দ্রীয় সরকার ‘রাজীব গান্ধীর খেলরত্ন পুরস্কারের নাম বদলে পুরষ্কারের নতুন নামকরণ করে ‘মেজর ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার’।
তামিলনাড়ুতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্য়ু হয় সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়তের। এছাড়াও ২০২১-এ দেশ হারিয়েছে বুদ্ধদেব গুহ, শঙ্খ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, মিলখা সিংয়ের মতো গুণীজনদের।