কলকাতা ব্যুরো: বর্ষা মরশুমে সোমবার প্রথম লোকসভার অধিবেশন শুরু হয়েও এক ঘন্টার জন্য অধিবেশন স্থগিত হয়ে গেল। দিনের শুরুতেই কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং কে সুরেশ অধিবেশন স্থগিত রাখার জন্য নোটিশ দেন, লাদাখে চিনের আগ্রাসী অবস্থানের জন্য। একই সঙ্গে আরএসপির সংসদ এন প্রেমাচন্দন অধিবেশন স্থগিতের দাবি তোলেন দিল্লি পুলিশ, দিল্লি দাঙ্গায় যেভাবে রাজনৈতিক নেতাদের নাম যুক্ত করেছে তার প্রতিবাদে।
যদিও দিনের প্রথম ঘণ্টায় সম্প্রতি মারা যাওয়া দেশের বিশিষ্টদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এক ঘন্টার জন্য স্থগিত হয়ে যায় লোকসভার অধিবেশন।