এক নজরে

Opposition Protest: লখিমপুর নিয়ে আলোচনা চেয়ে সংসদে মুলতুবি প্রস্তাব কংগ্রেস ও তৃণমূলের

By admin

December 20, 2021

কলকাতা ব্যুরো: লখিমপুর খেরি নিয়ে আলোচনার দাবিতে ফের একবার লোকসভায় অধিবেশন মুলতুবির প্রস্তাব দিল কংগ্রেস। সেই সঙ্গে ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্রের পদত্যাগ দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে। সোমবার কংগ্রেস সাংসদ মনিক্কম ঠাকুর মুলতুবি প্রস্তাব আনেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরপ্রদেশ সরকারের তরফে গঠিত সিট লখিমপুরে খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার ঘটনায় তার রিপোর্ট আদালতে জমা দিয়েছে। সেই রিপোর্টে ওই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করা হয়েছে। লখিমপুর খেরি কাণ্ডে আলোচনা চেয়ে আবার রাজ্যসভায় প্রস্তাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। রাজ্যসভার পূর্বনির্ধারিত সূচি স্থগিত রেখে লখিমপুর খেরির ঘটনা নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে কৃষকদের আন্দোলন চলাকালীন তাঁদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় কয়েকজন কৃষকের মৃত্যু হয়। আহত হন কয়েকজন। যে ঘটনায় আদালতের নির্দেশে উত্তরপ্রদেশ সরকার তদন্তের জন্য একটি সিট গঠন করে। সেই তদন্তকারী দল আদালতে লখিমপুর খেরির ঘটনাকে পরিকল্পতি হামলা বলে জানিয়েছে। সেই সঙ্গে অনিচ্ছাকৃত খুনের মামলার বদলে খুনের চেষ্টার মামলা লাগু করার সুপারিশও করে তদন্তকারী সিট।

এরপরেই কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি সংসদের শীতকালীন অধিবেশনে এই নিয়ে আলোচনার দাবি জানায় কিন্তু, প্রতিবার কেন্দ্রের তরফে তা খারিজ করে দেওয়া হয়। এমনকি গত সপ্তাহে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লোকসভায় লখিমপুর খেরি নিয়ে আলোচনা চেয়ে অধিবেশন স্থগিতের প্রস্তাব পেশ করেন কিন্তু, অধ্যক্ষ ওম বিড়লা সেই প্রস্তাব খারিজ করে দেন। ওই প্রস্তাবে রাহুল স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্রকে বহিষ্কারের দাবিও জানিয়েছিলেন কিন্তু, কেন্দ্র তা মানতে চায়নি।

তবে, এই ইস্যুতে সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে বিরোধীরা। তাই এবার লোকসভায় কংগ্রেসের আরেক সাংসদ মনিক্কম ঠাকুর লখিমপুর খেরি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনলেন। রাজ্যসভায় একই দাবি জানালেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।