কলকাতা ব্যুরো: পূর্ব ঘোষণা মতো রাজ্যে ৭, ১১ এবং ১২ সেপ্টেম্বর লকডাউন হচ্ছে। সোমবার রাজ্যের মুখ্যসচিব এক বিজ্ঞপ্তি জারি করে একথা স্পষ্ট করে দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওই তিন দিন অর্থাৎ শুক্র-শনি এবং রবিবার রাজ্যে লকডাউন থাকবে।
ওই দিনগুলিতে সরকারি এবং বেসরকারি অফিস যেমন বন্ধ থাকবে, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইভাবে ট্রেন-বাস এবং বিমান পরিবহন বন্ধ থাকবে। জরুরী পরিষেবা শুধুমাত্র চালু থাকবে।

এর আগে কেন্দ্রীয় সরকার যে আনলক ফোরের গাইডলাইন জারি করেছিল, সেখানে সেপ্টেম্বর মাস থেকে রাজ্যে কোন কন্টাইমেন্ট জোনের বাইরে লকডাউন করতে হলে দিল্লির অনুমতির কথা বলা ছিল। কিন্তু এদিন মুখ্যসচিবের বিজ্ঞপ্তিতে স্পষ্ট যে পূর্বঘোষিত তিন দিনের লকডাউন হচ্ছে। তবে তিনদিন ছাড়া সেপ্টেম্বর মাসে নতুন করে লকডাউন আবার বাড়ানো হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

এদিন রাজ্যের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে তা বহাল থাকবে। কন্টাইমেন্ট জোন এ সব রকম বিধি ওই দিন পর্যন্ত জারি থাকবে। ফলে এই সময়ের মধ্যে স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল, সুইমিং পুল এসব খুলছে না। যদিও কেন্দ্রের পথে হেঁটেই রাজ্য জানিয়ে দিয়েছে, ওপেন থিয়েটার ২১ সেপ্টেম্বর থেকে চালু হতে পারে স্থানীয় প্রশাসনের অনুমতি পেলেই। একইসঙ্গে আগামী 8 সেপ্টেম্বর থেকে নিয়ন্ত্রিত ভাবে এবং বিধিনিষেধ মেনে কলকাতায় মেট্রো রেল চালু করা যাবে বলেও জানিয়ে দিয়েছে রাজ্য।

Share.
Leave A Reply

Exit mobile version