কলকাতা

লক ডাউনে পুলিশের কড়াকড়ি

By admin

September 11, 2020

কলকাতা ব্যুরো: সেপ্টেম্বরে রাজ্য জুড়ে দ্বিতীয় পূর্ণ লক ডাউনে আজ সকাল থেকেই সক্রিয় পুলিশ। কলকাতার উত্তর থেকে দক্ষিণ এবং জেলাগুলিতেও সকাল থেকে একই চিত্র। চলছে নাকা চেকিং। গাড়ি বা বাইক দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। অত্যন্ত প্রয়োজনীয় কাজে যারা বেড়িয়েছেন,তাদের ছেড়ে দিলেও বাকিদের কাছ থেকে জরিমানা আদায় করা চলছে।

বোলপুর, দুবরাজপুর, বাঁকুড়া সহ অন্যান্য জেলাতেও চলছে চেকিং। সকালে বাঁকুড়ায় কয়েকজন মাছ ব্যবসায়ী দোকান খোলার চেষ্টা করলে পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়। তবে কলকাতা সহ সব জেলাতেই রাস্তাঘাট মোটের ওপর ফাঁকাই।

১২ সেপ্টেম্বর লক ডাউন থাকলেও নিট পরীক্ষার্থীদের স্বার্থে তা প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। নিট পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।