কলকাতা ব্যুরো: রাজ্যে লকডাউন এর প্রথম দিনের করোনা সংক্রমণ কমার কোন লক্ষণ দেখা গেল না সরকারি তথ্যে। গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ১১৩ জন বাড়ি ফিরেছেন সুস্থ হয়। এই সময়ের মধ্যে মারা গিয়েছেন ১৪৭ জন। আবার নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১১৭ জন। যদিও রবিবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া কার্যত লকডাউনে সংক্রমনের প্রভাব কমার কোনো লক্ষণ দেখা ব্যাপারে এখনও আশাবাদী নন চিকিৎসকরা। তাদের মতে, আরো দু-তিনদিন পেরিয়ে গেলে বিষয়টি নজরে আসতে পারে।
তবে এদিন সকাল থেকে কার্যত লকডাউন এর জেরে একেবারে বন্ধের চেনা চেহারা শহর থেকে শহরতলীতে। রাস্তায় কোন বেসরকারি গাড়ি নেই। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যুবক, ২০ মিনিটে শ্যামবাজার থেকে যাদবপুর পৌঁছে যাচ্ছেন বাইকে।কিছু কৌতূহলী মানুষ আবার লক ডাউন দেখতে বেরিয়ে পুলিশের রোষে পড়ছেন।শহর থেকে জেলার সদর সর্বত্রই একবারে ফাঁকা ছবি। পুলিশ তার মাঝে বেশ কিছু জায়গায় নাকা চেকিং করছে।
কলকাতা শহরে লকডাউন না মানার অভিযোগ ৯০ টি ক্ষেত্রে ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিয়েছে। ৫৯ টি গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 1১৫ টি ক্ষেত্রে মাস্ক ব্যবহার না করাই জরিমানা করা হয়েছে। সল্টলেকে ২৩ জনের বিরুদ্ধে লকডাউন না মানার অভিযোগে আইনি ব্যবস্থা নিয়েছে বিধান নগর পুলিশ।