কলকাতা ব্যুরো: আবার রাজ্যে কমপ্লিট লক ডাউনের দিন বদল। রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় অগস্টে লকডাউন হবে ৫,৮,২০,২১,২৭,২৮ ও ৩১ তারিখে। এনিয়ে চতুর্থবার পরিবর্তন হলো অগস্টের লক ডাউনের সূচিতে।
৫ অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন। রাজ্যে ওই দিন পূর্ণ লক ডাউন থাকায় তা নিয়ে ক্ষুব্ধ রাজ্য বিজেপি। বিজেপির আপত্তি থাকলেও ওই দিন অবশ্য লক ডাউনের দিন পরিবর্তন করেনি রাজ্য।
