কলকাতা ব্যুরো: নিট পরীক্ষার্থীদের ভোগান্তি দূর করতে ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহার করল রাজ্য সরকার। বৃহস্পতিবার এক টুইটে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ফলে ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার জন্য দূরের জেলাগুলো থেকে পরীক্ষার্থীরা আগের দিনই কেন্দ্রের কাছাকাছি পৌঁছতে পারবেন।

ইতিমধ্যে বেশ কিছু নিট পরীক্ষার্থী পরপর দুদিন লকডাউন থাকায় তৃতীয় দিনে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সমস্যার কথা জানিয়ে মামলা করেছিলেন হাইকোর্টে। আদালত তাদের কাউকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য রাজ্য সরকারকে যানবাহনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল, আবার কারো ক্ষেত্রে দু’দিন আগেই যাতে তিনি পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি নিরাপদে থাকতে পারেন তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে।

কিন্তু বৃহস্পতিবার রাজ্য সরকার শনিবারের পূর্বনির্ধারিত লকডাউন প্রত্যাহার করে নেওয়ায় সেই সমস্যা কাটল বলেই মনে করছেন নিট পরীক্ষার্থীরা। যদিও ট্রেন না চলায় এমনিতেই দুর্ভোগ রয়েছে। পাশাপাশি গণপরিবহন স্বাভাবিক না হওয়ায় যাতায়াতের চূড়ান্ত সমস্যা চলছে। যেহেতু রাজ্যে কলকাতা ও শিলিগুড়িতে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই পরপর দুদিনের লক ডাউনের পর সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌছানোও ছিলো অনিশ্চিত। আবার দুই দিন আগে থেকে কলকাতা বা শিলিগুড়িতে থাকাও অনেকের পক্ষে ছিলো যথেস্ট ব্যয় সাপেক্ষ। যে কথা বিবেচনা করে রাজ্যের কাছে ওই লক ডাউন প্রত্যাহারের দাবিও জানানো হয়েছিলো জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকেও।

এই অবস্থায় একমাত্র মেট্রোরেল শুধু পরীক্ষার্থীদের জন্য রবিবার মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়ায় অনেকেই সেই সুবিধা ভোগ করতে পারবেন বলে মনে করছেন পরীক্ষার্থীদের একটা বড় অংশ।১২ সেপ্টেম্বরের লক ডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত সেই প্রক্রিয়াকে আরো অনেকটাই মসৃন করবে।

Share.
Leave A Reply

Exit mobile version