কলকাতা ব্যুরো : মুম্বাইয়ের করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে । ফের আছড়ে পরবে করোনা ঢেউ। ছোট ছোট লকডাউন করে লাভ হচ্ছে না। মুম্বইেয়ের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ফের লকডাউনের পথে হাঁটতে হতে পারে এমনই ইঙ্গিত দিয়েছেন বাণিজ্য নগরীর মেয়র।
তাঁর বক্তব্যেই স্পষ্ট ফের বাণিজ্য নগরীতে লকডাউন হতে চলেছে। যদিও এখনও নিশ্চিত করে কোনও কিছু জানানো হয়নি। এদিকে দিল্লিতেও নতুন করে করোনা ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এসবিআইয়ের তরফে জানানো হয়েছে এপ্রিল-মে প্রায় ১০০ দিন পর্যন্ত এই ঢেউ চলবে বলে।
মুম্বইয়ে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র জুড়েই করোনা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই একাধিক জায়গায় লকডাউন জারি করা হয়েছে। মহারাষ্ট্রের নাগপুর, নান্দেদে করোনা সংক্রমণ মাত্রা ছাড়ানোয় লকডাউন জারি করা হয়েছে। নান্দেদে ৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া পুণে, অমরাবতী সহ একাধিক জেলায় নাইট কার্ফু চলছে। মুম্বইয়ের পরিস্থিতি তেমন ভাল নেই। বাণিজ্য নগরির করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে লকডাউনের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মেয়র।
রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ফের করোনা ঢেউ আছড়ে পড়বে দিল্লিতে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন বেড়ে চলা করোনা সংক্রমণ আরও ভয়ঙ্কর আকার নিতে চলেছে। আক্রান্তের সংখ্যা বাড়তে চলেছে হু হু করে। পরিস্থিতি সামাল দিতে আক্রান্তের ফের কড়া পদক্ষেপ করতে হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
করোনা সংক্রমণ গোটা দেশে এপ্রিল-মে মাসে আর ভয়ঙ্কর আকার নিতে চলেছে। এসবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১০০ দিন ভারতের পক্ষে সবচেয়ে ভয়ঙ্কর হতে চলেছে। কারণ এই ১০০ দিনেই করোনা সংক্রমণ ভয়ঙ্কর আকার নিতে পারে বলে জানানো হয়েছে। ২৩ মার্চে পর্যন্ত করোনা সংক্রমণের যে উর্ধ্বগতি দেখা গিয়েছে মহারাষ্ট্রে তাতে করে স্পষ্ট যে আর কয়েকদিনের মধ্যে রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষে পৌঁছে যাবে। এপ্রিল মাসের দ্বিতীয় ভাগে করোনা সংক্রমণ ভারতে শীর্ষে পৌঁছবে।
করোনা টিকা করণই এখন একমাত্র পথ। সেকারণেই ৪৫ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণের ছাড়পত্র দেওয়া হয়েছে। আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে তাই গোটা দেশে করোনা টিকাকরণে জোর দেওয়া হয়েছে। বাইরে করোনা টিকা রপ্তানিও কমিয়ে দিয়েছে মোদী সরকার।
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে, ভোটের আবহে করোনার স্থান নিতান্তই ছোট তাই মানুষ করোনা নিয়ে ভাবতে পারছেনা। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪ জন। আক্রান্তের সংখ্যা শীর্ষে কলকাতা।
প্রথম দফার ভোটের আগেই রাজ্যের করোনা গ্রাফ ভয় ধরাতে শুরু করেছে। ভোটের মুখে নির্বাচনে জনজোয়ারে ভাসছে শহর থেকে গ্রাম। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভোটের আগে বঙ্গের করোনা গ্রাফ ফের উর্ধ্বমুখী। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৮২,৩৮১ জন।