Vegetable market

এক নজরে

আমজনতা আশায় বাঁধছে বুক, এই বুঝি কমবে দাম

By admin

November 12, 2020

কলকাতা ব্যুরো: লোকাল ট্রেনের চাকা আবার গড়িয়েছে, জনজীবন ভীতি নিয়েও স্বাভাবিক হতে শুরু করেছে। কলকাতা পার্শ্ববর্তী এলাকার মানুষ দলবেঁধে আবার ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত কলকাতায়। গত সাত- সাড়ে সাত মাসের লোকাল ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষের দৈনিক জীবনে নাজেহাল অবস্থা। একদিকে পকেটে টান অন্য দিকে খরচ সপ্তমে। পরিবহন থেকে দিন গুজরানের খাওয়া সবেতেই নাভিশ্বাসের জোগাড়।

শহুরে মধ্যবিত্ত-নিম্নবিত্ত পরিবারগুলো এই আশায় বুক বাঁধা শুরু করেছে এই বার বুঝি দৈনন্দিন শাক – সব্জীর খরচ কিছু কমবে, গ্রামের থেকে তরিতরকারি শহরের বাজারে আনাতে যে পরিবহন খরচ হচ্ছিল তার লোকাল ট্রেনের সুবাদে এক ধাক্কাতে অনেক কম হবে। বাজারে তরিতরকারি দাম কমবে বলে সাধারণ মানুষের ধারণা, দেখা যাক আদতে কি হয় দৈনন্দিনের বাজার খরচ।

লোকাল ট্রেন চালু হলেও এখনো পর্যন্ত ভেন্ডার এর মাল নিয়ে যাওয়ার অনুমতি মেলেনি। এমনকি হচ্ছে না পার্সেল বুকিং। গ্রাম থেকে শাক সবজি বা অন্যান্য সামগ্রী আসার ক্ষেত্রে ট্রেন এখনো ব্যবহার করা যাচ্ছে না। যদি তা ব্যবহার করা যায় তাহলে দাম যে কিছুটা কমবে, তা মানছেন ব্যবসায়ীরাও।