কলকাতা ব্যুরো : পুজোর আগেই চালু হতে চলেছে লোকাল ট্রেন। রেলের তরফ থেকে এমনই ইঙ্গিত মিলেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, রেল পুজোর আগেই লোকাল ট্রেন চালাতে চায়। তবে রাজ্যের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মেট্রো চালুর পর পরিস্থিতি কি দাঁড়ায় তা দেখে তবেই সিদ্ধান্ত নেবে রেল। পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখার রেল কর্তারা এখন সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখছেন। তবে লোকাল ট্রেন চালু হলে সুরক্ষা বিধি যে বড় চ্যালেঞ্জ তা স্বীকার করেছেন সবাই।