কলকাতা ব্যুরো: আগামী শুক্রবার থেকে পূর্ব রেলে ৯৫ শতাংশ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। ফলে শিয়ালদা এবং হাওড়া থেকে শুক্রবার থেকে করোনার আগে যেভাবে দিনের ব্যস্ত সময় ট্রেন পাওয়া যেত, সেভাবেই ট্রেন পাওয়া যাবে। বৃহস্পতিবার রেল এবং রাজ্যের মধ্যে বৈঠক হয়। সেখানে রাজ্যের তরফে ভিড় নিয়ন্ত্রণে আরো বেশি ট্রেন চালানোর অনুরোধ করা হয় রেলের কাছে।
রেলের তরফে অতিরিক্ত জেনারেল ম্যানেজার বলেন, প্রাথমিকভাবে প্রথম দফায় ৪৬ শতাংশ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে বুধবার থেকে ৭৫ শতাংশ ট্রেন চালানো হয়েছে প্রথম দিনেই প্রায় ১০ লক্ষ মানুষ পূর্ব রেলের এই দুই স্টেশন দিয়ে যাতায়াত করেছেন। স্বাভাবিক সময় পূর্ব রেলের শিয়ালদা এবং হাওড়া দিয়ে দিনে ৩০ লক্ষ লোক যাতায়াত করেন। ১৩১৫ টি ট্রেন চালানো হয়। কিন্তু বুধবার সেখানে ৭৫ শতাংশ ট্রেন চলে। ১০ লক্ষ মানুষ যাতায়াত করেছেন। যাত্রীর চাপ সামাল দিতে এবং সোশ্যাল ডিসটেন্স বজায় রাখতেই দিনের ব্যস্ত সময় ৯৫ শতাংশ ট্রেন এই দুই শাখায় চালানো হবে বলে জানান রেলের কর্তারা।
যদিও দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, তারা এখনই ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে না। বুধবার প্রথম দিনে ৫২ শতাংশ লোক ওই রেল পথে যাতায়াত করেছেন। অসম্ভব ভিড় কিছু হয়নি। ফলে আপাতত ওই শাখায় ট্রেন চলাচলে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। এখন যেহেতু স্কুল-কলেজ সব বন্ধ, ফলে একটা বড় যাত্রীসংখ্যা সেখানেই কমে যাচ্ছে। তাই যা যাত্রী হবে তার সঙ্গে যে পরিমাণ ট্রেন চলবে তা এককথায় স্বাভাবিক বলেই দাবি করছেন রেল কর্তারা।
ট্রেনের সংখ্যা বাড়লেও হকাররা এখনই ট্রেনে উঠতে পারবেন কিনা তা নিয়ে কোন আলোচনাই বৈঠকে হয় নি। ফলে ধরে নেওয়া হচ্ছে, হকারদের ট্রেনে ওঠা এখনো বাধা থাকল।
রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রীর অনুরোধে আমরা রেলকে ট্রেন বাড়ানোর অনুরোধ করেছিলাম। সেই সমস্যার সমাধান হয়েছে। ট্রেন সংখ্যা আবার আগের মতোই প্রায় স্বাভাবিক করা হচ্ছে।