এক নজরে

বুধবার লোকাল ট্রেন চালাতে আজ জেলাগুলির সঙ্গে প্রস্তুতি বৈঠক রাজ্যের

By admin

November 09, 2020

কলকাতা ব্যুরো: মাঝে আর একদিন। তারপরেই বুধবার রাজ্যে চালু হবে লোকাল ট্রেন। প্রথম দফায় ৬৯৬ টি ট্রেন চালু করবে শিয়ালদা এবং হাওড়া ডিভিশন। ফলে এই ট্রেন চালাতে শেষ মুহূর্তের জেলাগুলির অবস্থা খতিয়ে দেখতে আজ বৈঠক করবে নবান্ন। মূলত জেলাগুলোর সঙ্গে কলকাতা ও হাওড়া থেকে ট্রেন গুলির যাতায়াত শুরু হবে। সেই দশটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। মূলত ট্রেনে ৫০ শতাংশ করে যাত্রী তুলতে হবে। তারই সঙ্গে রয়েছে করোনা বিধি মানার দায়। ফলে একদিকে যাত্রীদের ভিড় ট্রেন ভরে গেলে আর ট্রেনে উঠতে না দেওয়া এবং অন্যদিকে করোনা মানাতে– জেলাগুলি কি ব্যবস্থা নিচ্ছে, সে ব্যাপারে শেষ মুহূর্তের প্রস্তুতি জেনে নিতে চায় রাজ্য সরকার।

কেননা জেলার প্রতিটি স্টেশনেই প্লাটফর্মে ঢোকার জন্য অনেক রকম ফাঁকফোকর রয়েছে। ফলে শুধুমাত্র মেনগেট গুলোই আটকালেও যাত্রীদের হুড়মুড়িয়ে ঢুকে পড়া বা ট্রেনে ওঠা আটকানো যাবেনা। এই অবস্থায় কিভাবে পুলিশ সেইসব ফাঁকফোকর আটকে ট্রেনগুলোতে ৫০ শতাংশ যাত্রী একবারে তোলার ব্যাপারে পরিকল্পনা করেছে, সেটা নিয়েই এখন মাথাব্যথা রাজ্যের।

রেল কর্তৃপক্ষ আগে ১৫ শতাংশ ট্রেন চালানোর কথা বললেও, রাজ্যের অনুরোধে তা বাড়িয়ে প্রায় ৪৫ শতাংশ করা হয়েছে। তাই এখন সেখানে নিরাপত্তা দেওয়ার একটা বড় দায়িত্ব রাজ্যের।