এক নজরে

১১ নভেম্বর থেকে চালু হতে চলেছে লোকাল ট্রেন

By admin

November 05, 2020

কলকাতা ব্যুরো : আগামী সপ্তাহ থেকে রাজ্যে চালু হতে চলেছে লোকাল ট্রেন। এদিন নবান্নে রেল এবং রাজ্য প্রশাসনের তরফে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে সব বড় স্টেশনে ট্রেন গুলি থামবে। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল মিলিয়ে মোট ১৮১ জোড়া অর্থাৎ ৬৬২ ট্রেন চালানো হবে। এরমধ্যে শিয়ালদহ থেকে ১১৪ জোড়া অর্থাৎ ২২৮ টি ট্রেন চালাবে পূর্ব রেল। হাওড়া থেকে আরও ৫০ জোড়া ট্রেন চালাবে পূর্ব রেল। বাকি ৩৩ লোকাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল।

ট্রেন চালানোর বিষয়ে আগেই একমত হয়েছিল রেল ও রাজ্য সরকার। আজ চূড়ান্ত রূপরেখা ঠিক করতে নবান্নে মুখ্য সচিব উপস্থিত ছিলেন। এসেছিলেন রেল কর্তৃপক্ষ। এই বৈঠকে সিদ্ধান্ত হয় সমস্ত স্টেশন গুলির প্রবেশ ও বেরোনোর রাস্তা গুলি এই কয়েকদিনের মধ্যে চিহ্নিত করা হবে। ভিড় নিয়ন্ত্রণে রেলের আবেদন মেনে নিয়ে রেলকে সাহায্য করবে রাজ্য পুলিশ। এছাড়াও সিদ্ধান্ত হয়েছে নতুন টাইম টেবিল নয় পুরনো সময়সূচিতে কিছুটা রদবদল করে চালু করা হবে লোকাল ট্রেনের পরিষেবা। যাত্রী যত বাড়বে সেই অনুযায়ী ট্রেন বাড়ানো হবে। স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে।