কলকাতা ব্যুরো : কাল থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে রাজ্যে। তার আগে মঙ্গলবার ১৬ টি গাইডলাইন ঘোষণা করলো রাজ্য। গাইডলাইনে যাত্রীদের সবাইকে মাস্ক বা ফেস কভার পড়ার কথা বলা হয়েছে। করণা সচেতনতায় অডিও-ভিস্যুয়াল মাধ্যমে প্রচারের ওপর জোর দেওয়া হয়েছে ।

এছাড়াও বলা হয়েছে প্রত্যেক দিন ট্রেনগুলির প্রতিটি কামরা স্যানিটাইজ করতে হবে। পরিষ্কার রাখতে হবে প্ল্যাটফর্মের শৌচাগার গুলি। তাছাড়া নিয়ন্ত্রণ করতে হবে স্টেশনে ঢোকা এবং বেরোনোর পথ। গাইডলাইন আরও বলা হয় প্লাটফর্মে আইসোলেশন রুম রাখতে হবে এবং জোর দিতে হবে ট্রেনের সময়সূচীর প্রচারে।

জানা যাচ্ছে যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণ করবেন জিআরপি রাজ্য পুলিশ। এ ব্যাপারে জিআরপি ও পুলিশকে সাহায্য করবে আরপিএফ। এদিকে আজ শিয়ালদা স্টেশন পরিদর্শন করেন রেল কর্তারা। সমস্ত কিছু তারা খতিয়ে দেখেন।

Share.
Leave A Reply

Exit mobile version