এক নজরে

লোকাল ট্রেন চালু হলেও গোলমালের আশংকা

By admin

November 02, 2020

কলকাতা ব্যুরো: বিকেলে রাজ্যের সঙ্গে বৈঠকের আগেই সরকারকে চিঠি দিল পূর্ব রেল। বিকেলে বৈঠকের আগে রাজ্যের পুলিশ কর্তাদের ওই বৈঠকে রাখতে নবান্নকে অনুরোধ করেছে পূর্ব রেল। রেলের বক্তব্য, করোনা বিধি মেনে লোকাল ট্রেন চালাতে তারা প্রস্তুত। কিন্তু প্রথমেই তা আগের মতো সংখ্যায় চলবে না। সাত মাস পরে এখনো মহামারী আইন চালু থাকা অবস্থায় প্রথমেই আগের মত সংখ্যায় ট্রেন চালানো সম্ভব হবে না। ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে।

ইতিমধ্যেই সোনারপুর সহ বিভিন্ন এলাকায় ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ হয়েছে। দুদিন আগেই হাওড়া স্টেশনে রেলের কর্মীদের জন্য যাতায়াত করা স্পেশাল ট্রেনে ওঠার জন্য গোলমাল পাকিয়েছেন কিছু যাত্রী। আজ সকাল থেকে হুগলির বৈদ্যবাটি, শেওড়াফুলি, রিষ রায় লোকাল ট্রেন চালুর দাবিতে শুরু হওয়া অবরোধ ও বিক্ষোভ চলছে। বিকেলে যতক্ষণ না লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত ঘোষণা হয়, ততক্ষণ এই আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন অবরোধকারীরা।

এই আবহেই রেল চাইছে শীর্ষ পুলিশকর্তাদের বৈঠকে উপস্থিতি। কারণ ট্রেন চালু করা হলেও আগের মতো প্রচুর পরিমাণে ট্রেন চালু না হলে অনেক কম সংখ্যক যাত্রী তাতে যাতায়াত করতে পারবেন। তখন আবার তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ বা আন্দোলন হতে পারে রাজ্যে। এই অবস্থায় পদক্ষেপ করার জন্য আগাম আজকের বৈঠকে রাজ্য পুলিশের ডিজি সহ পুলিশ তাদের উপস্থিতি চাইছে রেল।