কলকাতা ব্যুরো: সেপ্টেম্বর মাসে ঘোষিত আনলক ফাইভ এর সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে কন্টাইন্মেন্ট জোনে লকডাউন ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা করল। আর এর ফলেই শিক্ষাপ্রতিষ্ঠান এবং লোকাল ট্রেন চালানোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল।
নতুন করে কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় চিন্তিত কেন্দ্রীয় সরকার। যদিও নতুন করে লকডাউন এর পথে হাঁটা বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার ক্ষেত্রে এখনই নতুন করে কোন অনুমতির কথা ঘোষণা করেনি। কিন্তু ৩০ সেপ্টেম্বর যে আনলক বিধি ঘোষণা করা হয়েছিল কিন্তু তা মোট দু মাসের জন্য বাড়িয়ে দিল কেন্দ্র।
সেপ্টেম্বরে ঘোষিত আনলক গাইডলাইন অনুযায়ী, রাজ্যগুলি তাদের স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানানো হয়েছিল। একইসঙ্গে রাজ্যগুলি বিধি মেনে স্কুল খুলতে চাইলে, সে ব্যাপারেও প্রস্তাব দেওয়া হয়েছিল।
যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন কিছুদিন আগেও জানিয়েছিলেন, এখনো দেশের যা পরিস্থিতি, তাতে অনলাইনে পড়াশোনাই আগ্রহ তৈরি করতে হবে। যদি কোন পড়ুয়া অনলাইনে পড়তে আগ্রহী থাকে, সে ক্ষেত্রে তাকে স্কুলে না যাওয়ার পরামর্শ দিয়েছে। কোন ছাত্র স্কুল যেতে চাইলে সে ক্ষেত্রে অভিভাবকের অনুমতি প্রয়োজন আছে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলি স্কুলে অ্যাটেনডেন্স নিয়ে বাড়াবাড়ি করবে না।

একই সঙ্গে ওই গাইডলাইনের মেয়াদ বাড়িয়ে দেওয়ায়, লোকাল ট্রেন চালানোর ব্যাপারে অবস্থান কী হবে তা নিয়ে প্রশ্ন উঠলো। কেননা ওই গাইডলাইনে লোকাল ট্রেন চালানোর ব্যাপারে কেন্দ্র সরাসরি কোনো অনুমতি দেয় নি। তবে রাজ্যগুলি অনুরোধ করলে এবং দুপক্ষের মধ্যে আলোচনার সাপেক্ষে লোকাল ট্রেন চালু করা যাবে বলে জানিয়েছিল কেন্দ্র।

Share.
Leave A Reply

Exit mobile version