কলকাতা ব্যুরো : বুধবার থেকে রাজ্যে আবার শুরু হতে চলেছে লোকাল ট্রেন। এর আগে সমস্ত স্টেশনে এখন প্রস্তুতি তুঙ্গে। ট্রেন চলাচলের সময় এবং প্রস্তুতিপর্ব ও নিয়মাবলী মেনে চলার বিষয়টি বিস্তারিত ভাবে জানার জন্য আজ ১০ জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। কিভাবে কোভিড প্রটোকল মানা হবে, কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে সেগুলি আজ বৈঠকের আলোচ্য বিষয়।

রেলের কোনও আধিকারিকরা আজকে বৈঠকে থাকবেন না বলে জানা যাচ্ছে। তবে রেলের সঙ্গে আগে যে বৈঠক হয়েছিল তা জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারটি র দায়িত্ব নিয়েছেন স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিব। স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হতে পারে বলে জানা যাচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version