এক নজরে

হাওড়া শিয়ালদহ মিলিয়ে ২০০ টি লোকাল ট্রেন চলবে অফিস টাইমে

By admin

November 04, 2020

কলকাতা ব্যুরো : প্রতিদিন অফিস টাইমে হাওড়া শিয়ালদহ মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের অপেক্ষায় থাকেন। আজ রাজ্য রেল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অফিস টাইমে আনুমানিক প্রায় দু’শটি লোকাল ট্রেন চালাবে রেল। অবশ্য অন্য সময়ে কটি ট্রেন চলবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সে বিষয়ে রেল সিদ্ধান্ত নেবে বলে জানা যাচ্ছে। প্রতিদিন কত মানুষ কলকাতামুখী হন সেটা হিসাব করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

লোকাল ট্রেন চালু হলে বেশিরভাগই গ্যালোপিং হবে। অতিমারির আগে কোন স্টেশনে কতটা ভিড় হচ্ছিলো তা খতিয়ে দেখে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোন স্টেশনে কতটা ভিড় হয় তা খতিয়ে দেখে একটি সমীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতেই স্টেশন গুলির গুরুত্ব নির্ধারণ করা হবে। সেই হিসেব অনুযায়ী লোকাল ট্রেনের একটি সম্ভাব্য টাইম টেবিল তৈরি করা হবে বলে খবর।