এক নজরে

লিটিল ম্যাগাজিন মেলা আসানসোলে

By admin

March 07, 2021

কলকাতা ব্যুরো: শনিবার আসানসোল মিউনিসিপাল পার্কে শুরু হলো দুদিন ব্যাপী তৃতীয় লিটিল ম্যাগাজিন উৎসব। মেলার উদ্বোধন করেন পুর প্রশাসক অমর চট্টোপাধ্যায়। তিনি ডিজিটাল যুগে স্থানীয় প্রকাশকদের এই মুদ্রন উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ধরনের উদ্যোগকে আরো বেশী করে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে হবে l উৎসবের অন্যতম কর্ণধার শার্মিলা ব্যানার্জী জানান, এবারের উৎসবে জেলার ২২ টি লিটিল ম্যাগাজিন অংশ নিয়েছে।

করোনার সতর্কতা হিসাবে এবছর উৎসবকে আমরা জেলার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি l পশ্চিম বর্ধমান শিল্প সাহিত্য সংসদ ও প্রত্যায়ীর উদ্যোগে দুদিনের এই উৎসবে থাকছে সংগীত, অঙ্কন, বিতর্ক প্রতিযোগিতাসহ আলোচনা সভা l