কলকাতা ব্যুরো: সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর। আগামী সপ্তাহে পাঁচদিন কলকাতার একাধিক জায়গার পানশালা, বার এবং মদের দোকান বন্ধ থাকতে চলেছে। ফলে কপালে চিন্তার ভাঁজ শহরের সুরাপ্রেমীদের। আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের তিন আসনে উপনির্বাচন। এর মধ্যে রয়েছে ভবানীপুরও। আর নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকেই এলাকার সমস্ত মদের দোকান, পানশালা বন্ধ রাখতে হয়। আর তাই ভবানীপুরের ক্ষেত্রেও সেই নির্দেশ মানতে হবে।
জানা গিয়েছে, পার্ক স্ট্রিট এবং শহরের আরও নানা প্রান্তে যেখানে যত পানশালা আছে, মদের দোকান আছে, সেগুলি সবই বন্ধ থাকবে আগামী সপ্তাহের ৫ দিন। ২৮ সেপ্টেম্বর সন্ধে সাড়ে ছ’টা থেকে ৩০ সেপ্টেম্বর সন্ধে ৭টা পর্যন্ত একটানা বন্ধ থাকবে মদের দোকান।
এরপরে আবার অক্টোবরের ২ তারিখে গান্ধী জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে সব জায়গার মদের দোকান। তারপর ৩ তারিখ ভবানীপুরের উপনির্বাচনের ফলাফল উপলক্ষে বন্ধ থাকবে ওই এলাকার সব দোকানপাঠ অর্থাৎ এই ৫ দিনের মধ্যে একমাত্র ১ তারিখ খোলা থাকবে পানশালাগুলি। আর সেটাই শহরের সুরাপ্রেমীদের একমাত্র আশার আলো।
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নিউমার্কেট, পার্কস্ট্রিট, কালীঘাট, ভবানীপুর, আলিপুর, চেতলা, ওয়াটগঞ্জ, একবালপুর, শেক্সপিয়ার সরণী, বৌবাজার-সহ বেশ কিছু পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় যত বার আছে, সে সব বন্ধ রাখতে হবে। ফলে সব মিলিয়ে দিন পাঁচেকের ‘ধাক্কা’ বলেই মনে করছেন সকলে।
তবে এমন নির্দেশিকায় মদের ব্যবসা বড় সমস্যায় পড়বে। তবে নিয়ম মানতেই হবে।