কলকাতা ব্যুরো: ভাবুন তো, যদি কলকাতায় নবান্ন বা মহাকরণের বিভিন্ন জায়গা থেকে ফাঁকা মদের বোতল পাওয়া যায়, তাহলে তা নিয়ে বিরোধীরা কেমন হল্লা করতো, বা দিল্লির নর্থ বা সাউথ ব্লকে এমন ঘটলেও তার চর্চা চলতি দেশ জুড়ে। যেমন মহারাষ্ট্র সরকারকে এমন ঘটনার মুখোমুখি হতে হয়েছে। শিবসেনা সরকারকে এখন মদের বোতল পাওয়ায় কাঠগড়ায় তুলছে একদা জোট সঙ্গী বিজেপির বিধায়করা। তাদের দাবিতে, সেখানকার প্রশাসনিক সদর দপ্তরে কি করে এতো ফাঁকা মদের বোতল পাওয়া যাচ্ছে তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।

দক্ষিণ মুম্বইয়ের মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী থেকে আধিকারিকরা যে ভবনে বসেন সেখানেই একেবারে নিচের তলায় ক্যান্টিন এবং অলিন্দে ফাঁকা মদের বোতল পাওয়ায় হইহই করে শুরু করে দিয়েছেন বিজেপির নেতারা। তাদের অভিযোগ, সরকারের প্রশাসনিক ব্যর্থতা থেকে রাজ্যের প্রশাসনিক হেডকোয়ার্টারে এমন মদের বোতল পাওয়া যাচ্ছে কি করে? এখানে মদের বোতল পাওয়া নিয়ে নিয়ে বিজেপি হইচই জুড়ে দিয়েছেন বিরোধীরা।

এ রাজ্যে অবশ্য শহরে তেমনভাবে শিথিলতা এখনো নজরে আসেনি। তবে জেলার জেলায় কোনও দপ্তরের অফিসে সন্ধ্যার পরেই কেয়ারটেকার এবং নিচু তলার কিছু কর্মীর সৌজন্যে ভাটিখানা খুলে ফেলার অভিযোগ সামনে এসেছে। আবার সরকারি হাসপাতালে চিকিৎসক নিয়মিত পানীয় সেবন করে ডিউটি করছেন, সে ঘটনাও দেখেছে বাংলা।

Share.
Leave A Reply

Exit mobile version