কলকাতা ব্যুরো: হেমন্তে শীতল উপস্থিতি অনুভূত হচ্ছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলার তুলনায় উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি ৷

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় দু-এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বর্ষা বিদায় নিলেও পূবালী হাওয়ার প্রভাব এখনও রয়েছে। পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে। যার ফলে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টিরও সম্ভাবনাও রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। কমবে বৃষ্টিপাতের পরিমাণ৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু জায়গায় রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা । অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।


হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিনের মধ্যেই পূবালী হাওয়ার প্রভাব কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমবে। ফলে বাড়বে শীতের অনুভূতি৷ তবে পাকাপাকিভাবে শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। হেমন্তের শীতল অনুভূতি আরও বেশ কিছুদিন বজায় থাকবে।

আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৬ শতাংশ ।

Share.
Leave A Reply

Exit mobile version