এক নজরে

#WeatherUpdates : বৃষ্টি কমতেই তীব্র গরম দক্ষিণে, ভাসছে উত্তরবঙ্গ

By admin

June 27, 2022

কলকাতা ব্যুরো: সোমবার সকাল থেকেই চড়া রোদ দক্ষিণবঙ্গে। সপ্তাহের শুরুতে গলদঘর্ম অবস্থা কলকাতাতেও। বর্ষা আসার পর থেকেই দক্ষিণে চলছে রোদ বৃষ্টির খেলা। কখনও রোদ আবার কখনও বৃষ্টি। কিন্তু বৃষ্টি কমতেই এদিন সকালে বেশ কিছুটা বেড়েছে আপেক্ষিক আর্দ্রতা। হাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে। উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি খুব দুর্বল থাকবে। তবে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী তিন-চারদিন। হাওয়া অফিস আগেই ইঙ্গিত দিয়েছিল, এ বছর দক্ষিণবঙ্গে বর্ষা দুর্বল। ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও সে ভাবে জাঁকিয়ে বসতে পারেনি বর্ষা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় দিনভর থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭১ শতাংশ। শহরের সর্বোচ্চ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রবিবার কলকাতায় মোট বৃষ্টি হয়েছে ১৪.২ মিলিমিটার।

এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা এখনও জারি রয়েছে। মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।