এক নজরে

Alapan Banerjee: আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি চিঠির উৎস পোস্ট অফিস

By admin

October 28, 2021

কলকাতা ব্যুরো: রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে পাঠানো চিঠিটি এসেছিল শরৎ বোস রোডের পোস্ট অফিস থেকে। তদন্তে নেমে জানতে পেরেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপরে লালবাজারের গোয়েন্দারা ওই পোস্ট অফিসের কর্মীদের সঙ্গে কথা বলেন। খতিয়ে দেখা হচ্ছে একাধিক সরকারি নথিপত্রও। পোস্ট অফিসের পক্ষ থেকেও তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

বর্তমানে রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পাঠানো চিঠির ঘটনায় কলকাতা পুলিশ বুধবার রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল টেকনোলজি বিভাগের এক কর্মী মহুয়া ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। লালবাজার সূত্রে জানা গিয়েছে, পুলিশ মহুয়া ঘোষের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। ওই চিঠিতে গৌরহরি মিশ্রের নাম রয়েছে, যিনি কেমিক্যাল টেকনোলজি বিভাগের ল্যাবরেটরির কর্মী। চিঠিতে লেখা ছিল, “গৌরহরি মিশ্র, কেয়ার অফ মহুয়া ঘোষ”। ঘটনাচক্রে রাজাবাজার সায়েন্স কলেজ যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে মহুয়া ঘোষ পুলিশকে জানান, তিনি এই ঘটনার সঙ্গে কোনওভাবে যুক্ত নন। তাঁকে ফাঁসানোর জন্য তাঁর নাম ব্যবহার করে চিঠি পাঠানো হয়েছে। তবে কে বা কারা আসলে এই ঘটনায় যুক্ত, তা তদন্ত করে দেখছে পুলিশ। তদন্ত চললেও আলাপন বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা ব্যবস্থায় কোনওরকম ফাঁক রাখতে চায় না কলকাতা পুলিশ। তাই প্রাক্তন মুখ্যসচিবের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে কলকাতা পুলিশ।