কলকাতা ব্যুরো: সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে টালিগঞ্জ আইটিআই এর সামনে থেকে দুই ব্যক্তিকে আটক করে রাজ্য বন্যপ্রাণ অপরাধ নিয়ন্ত্রক শাখা। তাদের কাছ থেকে একটি লেপার্ড এর চামড়া উদ্ধার করা হয়। মোটর বাইকে করে ওই চামড়া নিয়ে তারা কোন জায়গায়, কার কাছে আছে হাত বদল করতে যাচ্ছিল, তার খোঁজ পড়তে ধৃতদের জেরা করা হচ্ছে। এই ঘটনায় সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের জেরা করে এই চক্রে আরও কারা জড়িত আছে, তা জানার চেষ্টা করছে বনদপ্তর।
ধৃত শংকর মাহাতো ও পিন্টু মাহাতো হরিদেবপুর এলাকার বাসিন্দা। সম্পর্কে এই দুই ভাই কোথা থেকে সে লেপার্ড চামড়া নিয়ে এসেছে তা নিয়েও ধন্ধে রয়েছে বনদপ্তর।