কলকাতা ব্যুরো : তৃণমূল কংগ্রেস শুক্রবার বিকেলেই রাজ্যের ২৯১টি আসনে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এরপরেই সামনে এল বামেদের প্রার্থী তালিকা। এদিন বিকেলে প্রথম দু’দফার ভোটের ৬০টি আসনের মধ্যে নিজেদের ভাগের ৩৮টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তালিকায়, কিছু আসন ছাড়া হয়েছে কংগ্রেস ও আইএসএফকে। কয়েকটি আসন নিয়ে নিস্পত্তি না হওয়ায় সেই আসনে কারও নাম ঘোষণা করা হয়নি। সেই তালিকায় রয়েছে নন্দীগ্রাম, এগরা, পিংলা।
প্রত্যাশিত মতোই এবার শালবনী থেকে লড়ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ। গড়বেতা আসনে দাঁড়াচ্ছেন দলের আরেক নেতা তপন ঘোষ। ঝাড়গ্রাম কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন দলের যুব নেত্রী মধুজা সেন রায়। দেবলীনা হেমব্রম প্রার্থী হচ্ছেন রানীবাঁধ কেন্দ্র থেকে। এই ৬০ আসনের মধ্যে আপাতত ১২টি আসন কংগ্রেসকে। আইএসএফকে ৫টি আসন।
প্রথম ও দ্বিতীয় দফার ৬০টি কেন্দ্রের ভোটের প্রার্থী তালিকা ঘোষণা বামেদের
বামেদের প্রার্থীতালিকা:কাঁথি উত্তর: সুতনু মাইতি (সিপিএম)খেজুরি: হিংমাংশু দাস (সিপিএম)কাঁথি দক্ষিণ: অনুরূপ পণ্ডা (সিপিআই)রামনগর: সব্যসাচী জানা (সিপিএম)দাঁতন: শিশির পাত্র (সিপিআই)নয়াগ্রাম: হরিপদ সোরেন (সিপিএম)গোপীবল্লভপুর: প্রশান্ত দাস (সিপিএম)ঝাড়গ্রাম: মধুজা সেনরায় (সিপিএম)কেশিয়ারি: পুলিন বিহারী বাস্কে (সিপিএম)গড়বেতা: তপন ঘোষ (সিপিএম)খড়্গপুর: শেখ সাদ্দাম আলি (সিপিএম)শালবনি: সুশান্ত ঘোষ (সিপিএম)মেদিনীপুর: তরুণ কুমার ঘোষ (সিপিআই)বিনপুর: দিবাকর হাঁসদা (সিপিএম)বান্দোয়ান: সুশান্ত বেশরা (সিপিএম)জয়পুর: ধীরেন মাহাতো (ফব)মানবাজার: যামিনীকান্ত মণ্ডি (সিপিএম)পারা: স্বপন বাউড়ি (সিপিএম)ছাতনা: ফাল্গুনী মুখোপাধ্যায় (আরএসপি)রানিবাঁধ: দেবলীনা হেমব্রম (সিপিএম)