কলকাতা ব্যুরো: ভোটার তালিকায় সংশোধন ও সংযোজনের কাজে বিএলওরা যথাযথ দায়িত্ব পালন করছেন না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে অভিযোগ করলো বামফ্রন্ট। এর আগে নির্বাচন কমিশনের ধাকা সর্বদলীয় বৈঠক একই অভিযোগ তুলেছিল বামেরা।
সিপিএম-এর রবিন দেব, সিপিআই এর প্রবীর দেব, ফরওয়ার্ড ব্লকের হাফিজ আলম সৈরানি, আর এস পির রাজীব বন্দোপাধ্যায় সহ বামফ্রন্টের ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক আজ প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। ভোটার তালিকায় সংশোধন ও সংযোজনের কাজে বি এল ও রা নির্দিষ্ট সময় বুথে থাকছেন না, স্লিপ ভোটারদের বাড়িতে পৌঁছানো হচ্ছে না বলে বামেদের অভিযোগ। এই কাজে যুক্ত আধিকারিকদের যাতে রাজ্য সরকারের ‘ দুয়ারে দুয়ারে সরকার ‘ এর কর্মসূচি নিয়োগ করা না হয় সে জন্য কমিশনের হস্তক্ষেপ চান তাঁরা।
এর পাশাপাশি বিধানসভা কেন্দ্রগুলির পুনর্বিন্যাস এর আগে যে ভোটার কার্ডগুলি হয়েছিল সেগুলির নম্বর ঠিক থাকলেও, তথ্য গত ভুল থাকছে, একই সঙ্গে মৃত ভোটার এর নাম বাদ নিয়েও সমস্যা হচ্ছে বলে বামেদের অভিযোগ। কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডে বুথের সঙ্গে ভোটারর সংখ্যা সঙ্গতিপূর্ণ নয় বলেও তাঁরা মুখ্য নির্বাচনী আধিকারিক এর দৃষ্টি আকর্ষন করেন বামেরা।