কলকাতা ব্যুরো: কংগ্রেস ও আইএসএফ-এর জন্য ১৭টি আসন ছেড়ে রেখে সবার আগে কলকাতা পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করলো বামফ্রন্ট। তবে কংগ্রেসের হাতে থাকা আসনগুলিতে প্রার্থী ঘোষণা করা হয়নি। প্রার্থী তালিকায় মহিলাদের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৫৮ ৷ তালিকায় সংখ্যালঘু মুখ ১৮। গুরুত্বপূর্ণ হিসেবে যাঁদের নাম থাকছে, তাঁরা হলেন পল্লব মুখোপাধ্যায়, অজিত চৌধুরী, মানজার এহসান, দীপু দাস, বরুণ দাস, ফৈয়াজ আহমেদ খান, মধুছন্দা দেব, মৃত্যুঞ্জয় চক্রবর্তী, মঞ্জু কর, রত্না রায় মজুমদার।

বিধানসভা নির্বাচনের পর রাজ্য বিধানসভায় বামেদের বিধায়কের সংখ্যা শূন্য হয়ে যাওয়ার পর, বামফ্রন্ট নেতৃত্বের তরফে বলা হয়েছিল বিধানসভা নির্বাচন ভিত্তিক জোট হয়েছিল কংগ্রেস ও আইএসএফ-এর সঙ্গে কিন্তু কার্যক্ষেত্রে তা দেখা গেল না বরং কলকাতা পুরসভার ভোটেও কংগ্রেস-আইএসএফের সঙ্গে জোটের পথ খোলা রাখলো বামফ্রন্ট। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরনিগমের নির্বাচন হওয়ার কথা। মোট ১৪৪টি আসনের মধ্যে শুক্রবার বামেরা ১২৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাকি ১৭টি আসন ছেড়ে রাখা হয়েছে কংগ্রেস এবং আইএসএফের জন্য।

শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করতে গিয়ে সিপিএম-এর কলকাতা জেলা সম্পাদক এবং কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কল্লোল মজুমদার বলেন, এই ১৭টি আসনে বামফ্রন্ট প্রাথীরা প্রতিদ্বন্দ্বিতা করা মানে তৃণমূল কংগ্রেস বিরোধী এবং বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়া। তাই এই ১৭টি আসন বামফ্রন্ট ছেড়ে রেখেছে অন্যান্য দলের জন্য, যাদের এইসব ওয়ার্ডে সংগঠিনিক শক্তি বেশি। এই অন্যান্য দলের মধ্যে কংগ্রেস এবং আইএসএফও আছে।

১২৭ জন প্রার্থীর মধ্যে ৫৮ জন মহিলা এবং ১৮ জন সংখ্যালঘু প্রার্থী আছেন। কল্লোলবাবু এদিন জানান, বাম প্রার্থীদের মধ্যে ৫০ শতাংশ প্রার্থীর বয়স ৫০ বছরের কম। তালিকায় রয়েছে প্রচুর নতুন মুখ ৷ বিজেপিকে ঠেকানোর পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে পুরভোটে হারানো যে অগ্রাধিকার তা এদিন ফের স্পষ্ট করে দিয়েছে বাম নেতৃত্ব।

Share.
Leave A Reply

Exit mobile version