কলকাতা ব্যুরো : গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেবার পর বাম কংগ্রেস জোটকে আরো শক্তিশালী করার কথা ঘোষণা করেন অধীর রঞ্জন চৌধুরী। এই জোটকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা দায়িত্বই তিনি ছেড়ে দিয়েছেন তিনি বর্ষীয়ান কংগ্রেস নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ওপর। সেই কথা মাথায় রেখেই জোট করার লক্ষ্যে আজ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে জোট বার্তা দিলেন মান্নান। অধীর চৌধুরী এখন দিল্লিতে। রাজনৈতিক মহলের খবর, অধীর দিল্লি থেকে ফিরলেই দুই দল জোট ও আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়ে কথা বলবে। উল্লেখ্য, কাল অধীর চৌধুরীর বার্তার পরই সুজন চক্রবর্তী কংগ্রেসের এই জোট বার্তাকে স্বাগত জানিয়েছেন।
বামেদের সঙ্গে জোট করা ছাড়াও দলত্যাগী কংগ্রেসীদের ফিরে আসার বার্তাও দেন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি। তাঁদের উদ্দেশে তিনি বলেন, দল তাঁদের উপযুক্ত মর্যাদা দেবে।