এক নজরে

KMC Election: খিদিরপুরে আহত বামপ্রার্থী ফৈয়াজ, রাস্তা অবরোধ করে বসলেন ধরনায়

By admin

December 19, 2021

কলকাতা ব্যুরো: রবিবার পুরভোট চলাকালীন শহর জুড়ে বিক্ষিপ্ত হিংসার ঘটনা উঠে আসছে। এ বার আক্রান্ত হলেন খিদিরপুরের অন্তর্গত ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খান। ভোটগ্রহণ চলকালীন একদল বহিরাগত সেখানে ঢুকে পড়ে বলে অভিযোগ ফৈয়াজের। তাদের সামনে পড়ে জখম হন ফৈয়াজ। তাঁর পায়ে চোট লেগেছে। ফৈয়াজের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। আর তারপরই খিদিরপুরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তা বন্ধ করে ধরনায় বসেন ফৈয়াজ।

রবিবার সকাল থেকেই শহরের ইতিউতি থেকে বিক্ষোভের খবর সামনে এসেছে। দুপুরে খিদিরপুর মোড়ে ফৈয়াজকে বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে তাই চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, পোলিং বুথে ভোটগ্রহণ দেখতে গেলে বহিরাগত একদল তাঁর উপর চড়াও হয়। মাটিতে ফেলে তাঁকে মারধর করা হয় পুলিশের সামনেই। পালিয়ে আসতে গেলে ভাঙচুর করা হয় তাঁর গাড়িতেও। 

ফৈয়াজ আহমেদ খানের অভিযোগ, সমাজবিরোধীরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছাপ্পা ভোট করাচ্ছে তৃণমূল। প্রতিবাদ করতে গেলেই মারধর করা হচ্ছে। নির্বাচন কমিশনকে জানানো হলেও এখনও পর্যন্ত তারা কোনও ব্যবস্থা নেয়নি। নিষ্ক্রিয় পুলিস প্রশাসন। তৃণমূলের হয়ে কাজ করছে কমিশন। একইসঙ্গে  সিপিএম প্রার্থী পুনর্নির্বাচন  দাবি তুলেছেন। রাস্তা অবরোধের কারণে খিদিরপুর মেন রোড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয়  বিশাল পুলিস বাহিনী।