কলকাতা ব্যুরো: কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহিলাদের বিশেষ সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন ৷ এই মর্মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন তৃণমূল লিগাল সেলের আইনজীবীরা। একই চিঠির কপি পাঠানো হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। চিঠিতে দাবি করা হয়েছে, সরকারি পদে থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন তৃণমূল লিগাল সেলের আইনজীবীরা।
মঙ্গলবার হাইকোর্টের সামনে তৃণমূল লিগাল সেলের আইনজীবীরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। মূলত স্বজনপোষণ ও দীর্ঘ লাঞ্ছনা-বঞ্চনার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনজীবীরা সরব হয়েছেন বলে জানা গিয়েছে। বিক্ষোভের সময় মহিলাদের তরফেও জানানো হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাঙ্গপাঙ্গরা মহিলাদের উদ্দেশ্যে অশালীন ভাষায় কথা বলেন ও অসম্মানজনক আচরণ করেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যপালের মতো পদাধিকারীকে তিনি সাম্প্রতিককালে যে ভাষায় আক্রমণ করেছেন তা গ্রহণযোগ্য নয়। এই ধরনের ভাষা অসাংবিধানিক এবং বারের একজন বর্ষীয়ান আইনজীবীর কাছ থেকে এই আচরণ প্রত্যাশিত নয়।
দু’পাতার এই চিঠির মূল নির্যাসই হচ্ছে তিনি সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন। নিজের ঘর গুছিয়েছেন। নিজের ছেলে-মেয়ে এবং অপ্রত্যাশিতভাবে কিছু মহিলা আইনজীবীকে অজানা কারণে সুবিধা পাইয়ে দিয়েছেন। সরকারি প্যানেলের আইনজীবী হিসাবে নিজের ছেলে-মেয়েকে ঢুকিয়েছেন। এতে যোগ্যরা বঞ্চিত হয়েছে। সরকারি প্যানেলকে দুর্বল করা হয়েছে। সরকারি ক্ষমতা বলে তিনি অন্যান্যদের তাঁর হাতের পুতুল বানাতে চান। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যাবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন আইনজীবীরা। যাতে পরবর্তীতে যাঁরা ক্ষমতায় থাকবে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করার সাহস না পায়।