কলকাতা ব্যুরো: রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা আসনই ফাঁকা। সেখানে বকেয়া উপনির্বাচন। তবে সেই আসনগুলিতে কবে উপনির্বাচন হবে, তা জানা নেই। এরই মধ্যে সাংবিধানিক সংকট এড়াতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে। সঙ্গে মুর্শিদাবাদের দুই কেন্দ্র যোগ হয়েছে। কেনো বাছাই করে ভবানিপুর? এই নিয়ে আপত্তি নগরকমহলের একাংশের। আর তাদের দায়ের করা মামলায় সোমবার হাইকোর্টে সওয়াল করার কথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। মামলায় প্রশ্ন, শুধুমাত্র ভবানীপুরে কেন উপনির্বাচন হবে? আর এই প্রশ্ন করেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। আর এই একটি কেন্দ্রে দ্রুত ভোট করানোর জন্য রাজ্যের মুখ্যসচিব কেন চিঠি লিখে সুপারিশ করেছেন তাই নিয়ে প্রশ্ন তুলবেন মামলায় বিকাশবাবু। যদিও এই ইস্যুতে মোট তিনটি মামলা দায়ের হয়েছে। সব কটির শুনানি আজ, সোমবার একসঙ্গে হওয়ার কথা।
ভবানীপুর কেন্দ্রে উপননির্বাচন প্রসঙ্গে বিকাশবাবু বলেন, ‘একজন ব্যক্তি যদি নির্বাচনে না লড়েন, তাহলে যে সাংবিধানিক সংকট তৈরি হবে, এই বুদ্ধি কে দিল? মুখ্যসচিব বললেন, আর নির্বাচন কমিশন তা মেনেও নিল। আমার এক জুনিয়র আইনজীবী মামলা করেছেন। ওই মামলায় আমি সওয়াল করব। রাজ্যের সরকার পৌর নির্বাচন করাচ্ছে না এতদিন হয়ে গেল। কিন্তু উপনির্বাচন নিয়ে বেশি উৎসাহী রাজ্য প্রশাসন। আসলে সবটাই হচ্ছে একজন ব্যক্তির জন্য।’
উল্লেখ্য, রাজ্যে মোট ৫টি কেন্দ্রে উপনির্বাচন করার কথা। পাশাপাশি দু’টি কেন্দ্রে নির্বাচন করা হয়নি। এই সব কেন্দ্রগুলিতেই একসঙ্গে নির্বাচন করার কথা থাকলেও কলকাতার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। মুখ্যসচিবের দাবি মেনে একটি আসনে উপনির্বাচন এবং রাজ্যের দুটি আসনে নির্বাচন করাতে সম্মত হয় কমিশন। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয় কয়েকদিন আগেই। তার আগে আরো একটি মামলা হয়েছিল। আর এবার বিজেপি এই ইস্যুতে মামলা করেছে। ফলে ত্রিমুখী মামলার তির এখন ভবানীপুরের দিকে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে মামলাগুলির শুনানি হবে আজ, সোমবার। এই ইস্যুতে দুটি পৃথক মামলা করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার এবং আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁদের বক্তব্য, করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশনের কিছু জায়গায় নির্বাচনের এই সিদ্ধান্ত একতরফা। পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব এইভাবে একটা কেন্দ্রে নির্বাচনের জন্য চিঠি পাঠাতে পারেন না।