এক নজরে

করোনা ভ্যাকসিন তৈরীর দেরি, ভারত ছাড়লেন সিরাম কর্তা

By admin

May 07, 2021

কলকাতা ব্যুরো: ভ্যাকসিনে ধীর গতি, কিন্তূ অন্য দিকে বেড়েই চলেছে করোনা সংক্রমনের গতি । তার সাথেই বাড়ছে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা। কিন্তু প্রয়োজন মতো সাপ্লাই দিতে পারছেন না কভিদশিল্ড ভ্যাকসিন তৈরীর সংস্থা সিরাম। তাই ভ্যাকসিন পেতে রীতিমত চাপ দিচ্ছিলেন দেশের প্রভাব শালী ব্যাক্তি রা , পরিবার সমেত দেশ ছাড়লেন সিরাম কর্তা আদর পুনওয়ালা।

এর আগেও ভ্যাকসিন তৈরিতে দেরীর জন্যে দায়ী করে আমেরিকা কে। টুইট করে ভ্যাকসিন তৈরীর কাঁচামাল আমদানি র আর্জিও করে আদিল পনাওয়ালা। কাঁচামাল আসতে দেরির পড়েও বার্ষিক ২৫০ কোটি ডোজ বাড়িয়ে ৩০০ কোটি করা হয়। তবে এইবার চেষ্টা করলেও জরুরী অবস্থা র ভিত্তিতে টিকা র ডোজ বাড়ানো সম্ভব নয় বলে জানায় সিরাম। তার পড়েই ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রি , ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ অন্যান্য ক্ষমতাধররা প্রতিদিন ফোন করতেন পুনাওয়ালার কাছে। তাই ভারত ছেড়ে ব্রিটেন যেতে বাধ্য হন আদল। সিরাম কর্তা আদল এক সাক্ষাৎকারে বলেন ওই ফোন কল গুলী হুমকি বললে কম বলা হয়। ভ্যাকসিন পেতে মানুষের মার মুখী আচরণ নজিরবিহীন , অন্য দেরও তাদের আগে ভ্যাকসিন পাওয়া উচিৎ , তারা এইটাই বুঝেনা। সাক্ষাৎকারে ভারতে করোনা দ্বিতীয় ওয়েভ বাড়তে কারণ কি। সুরক্ষার জন্য এই প্রশ্নের জবাব দিতে রাজী নন সিরাম কর্তা।

দ্রুত সংক্রমনের জেরে ২৩ এপ্রিল ভারতীয় নাগরিক দের ওপর ভ্রমনে নিষোজ্ঞা জারীর আগেই ব্রিটেন পৌছায় সিরাম কর্তা। আপাতত কিছুদিন ব্রিটেনেই থাকবেন তিনি।

কিন্তু নিরাপত্তা দেওয়ার পড়েও কেনো ছাড়তে হলো দেশ । আদতে ব্রিটেন যাওয়ার নেপথ্যে রয়েছে ব্যবসায়িক স্বার্থ, রয়েছে বিদেশে করোনা র টিকা উৎপাদনের পরিকল্পনা। জলদি এ নিয়ে ঘোষণা করবেন তিনি। তবে কভিদশিল্ড টিকার দাম বাড়িয়ে মুনাফা অর্জন অভিযোগের বিষয় টি ভুল দাবী করেন তিনি।

তবে দেশ ছাড়লেও বন্ধ হবে না ভারতে টিকার নির্মাণ। বিদেশে টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা কোনো ভাবেই ভারতে টিকা তৈরির উপর প্রভাব ফেলবে না , নির্ধারিত ডোজ দেওয়া হবে ভাড়ত কে , সাক্ষাৎকারে বলেন আদল পুনওয়াল।