এক নজরে

Bipin Rawat: প্রয়াত বিপিন রাওয়াতকে শ্রদ্ধা শিল্পী সুশান্তর

By admin

December 11, 2021

কলকাতা ব্যুরো: হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্য প্রয়াত ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াতের মোমের পূর্ণাঙ্গ মূর্তি তৈরির কাজ শুরু করলেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। সম্প্রতি আসানসোলের মহিশিলায় সুশান্ত গড়ে তুলেছেন ওয়াক্স মিউজিয়াম ও শিষ মহল l শিল্পী সুশান্ত রায় জানান, প্রয়াত সেনা প্রধানের দেশেত্মবোধ ও  দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তিনি এই মোমের মূর্তি বানানোর কাজ শুরু করেছেন। যা তাঁর সংগ্রহশালায় রাখা হবে l

শিল্পী আরও জানিয়েছেন, আগামী ইংরাজি নববর্ষের প্রজাতন্ত্র দিবসে মূর্তিটির আনুষ্ঠানিক উন্মোচন হবে। ইতিমধ্যেই তাঁর সংগ্রহশালায় রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মারাদোনা, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, অভিনেতা অমিতাভ বচ্চন, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুশান্ত সিং রাজপুত-সহ নানা বিখ্যাত ব্যক্তির মূর্তি। সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মোমের মূর্তি তৈরি করে তাঁকে তা উপহার হিসেবে দিয়েছিলেন সুশান্তবাবু। পাশাপাশি, কলকাতার একটি বেসরকারি সংগ্রহশালায় সুশান্তবাবুর তৈরি একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের মোমের মূর্তি স্থান পেয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার তামিলনাড়ুর কুন্নুরে ভারতীয় বায়ুসেনার এম-১৭ হেলিকপ্টার ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। সেই দুর্ঘটনায় সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াত সহ ১১ জন সেনা কর্মী মারা যান। হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা হলেন সিডিএস রাওয়াতের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, উইং কমান্ডার পৃথ্বী সিং চৌহান, স্কোয়াড্রন লিডার কুলদীপ সিং, জুনিয়র ওয়ারেন্ট অফিসার রানা প্রতাপ দাস, জুনিয়র ওয়ারেন্ট অফিসার আরক্কাল প্রদীপ, হাবিলদার সৎপাল রাই, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার এবং ল্যান্স নায়েক বি সাই তেজা।

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং একমাত্র এই দুর্ঘটনার পর জীবিত আছেন। বেঙ্গালুরু সেনা হাসপাতালে এখনও তারঁ চিকিৎসা চলছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার উচ্চস্তরীয় তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনার এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ ট্রেনিং কমান্ড, এয়ার মার্শাল মানবেন্দ্র সিং।