এক নজরে

করোনা আতঙ্কে সিল করা হলো লতা মঙ্গেশকরের বাড়ি

By admin

August 30, 2020

কলকাতা ব্যুরো : করোনা কিছুতেই আর পিছু ছাড়ছে না। বলিউডেও একের পর এক শিল্পী আক্রান্ত হচ্ছেন করোনায়। বাদ যায়নি বচ্চন পরিবারও। সেই কথা ভেবেই সিল করা হলো মুম্বাইতে লতা মঙ্গেশকরের বাড়ি প্রভুকুঞ্জ। তবে মুম্বাই পুরসভার পক্ষ থেকে জানানো হয় বয়ষ্ক সবার বাড়ি সিল করা হচ্ছে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে। এটা একটা আগাম সতর্কতা বলা হয়।

মাঝে কিছুদিন মুম্বাইয়ে করোনা সংক্রমণ কম হলেও গণেশ চতুর্থীর পর তা বেড়ে যায় বলে খবর। সেই কারণেই পুরসভার পক্ষ থেকে সচেতনতা ও সতর্কতা বাড়ানো হয়েছে। এদিকে সংগীত শিল্পীর পরিবার থেকে জানানো হয়, আবাসনের সোসাইটি ও পুর কর্তৃপক্ষ মিলে বাড়ি সিল করে দেয়। এই আবাসনে অনেক প্রবীণ মানুষ থাকেন। তাই সতর্কতামূলক ব্যাবস্থা নেওয়া হয়েছে।