কলকাতা ব্যুরো: দুর্গাপুজোর ও তার পর মেট্রো রেকের সংখ্যা বাড়ছে। একইসঙ্গে শেষ ট্রেন ছাড়ার সময় আরও পিছিয়ে দেওয়া হচ্ছে। ১৯ অক্টোবর থেকে বর্তমানে চলা ১৪৬ ট্রেনের বদলে ১৫২ টি ট্রেন চালানো হবে। এখন থেকে কাজের দিনে আট মিনিট পরপর মেট্রো চলবে সকাল এবং সন্ধ্যায় দিনের ব্যস্ত সময়।
এতদিন রাতে ৮:৩০ এ দুদিক থেকেই শেষ ট্রেন ছেড়ে যেত। এখন থেকে দমদম ও কবি সুভাষ এর দিক থেকে শেষ মেট্রো ছাড়বে রাত নটায়। শুধু রবিবার ছাড়া সব দিনই এই সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে।
মেট্রোরেলের বক্তব্য, মার্চ মাস থেকে করোনার আবহে বন্ধ থাকার পর এভাবেই ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় মেট্রোরেলকে ফেরানোর চেষ্টা হচ্ছে। এই ভাবেই পাঁচ মাস পর ১৪ সেপ্টেম্বর কলকাতায় মেট্রো চালু করা হয়েছিল।